কবিতাঃ- বিস্ময়
✍️ মনোজ ভৌমিক
অদ্ভুত উত্তাপ আজ এ ধরণীর বুকে!
এ পৃথিবী নেই আর সেই মহা সুখে।
জ্বলে পুড়ে রাখ হয় ক্লান্ত অবয়ব!
জীবজন্তু,গাছপালা যেন জ্যান্ত শব!!
সময়ের এ দাবদাহ দেখেনি কেউ আগে!
মনে হয় এ পৃথিবী মধ্যাহ্ন সূর্য হয়ে জাগে!!
জল-স্থল-নভচরে আজ শুধু হাহাকার!
ধরিত্রীর শ্রেষ্ঠ জীব তবুও নির্বিকার!!
অদূর ভবিষ্যৎ হবে দেখো বড় বে-দরদী,
এ আগ্রাসী সভ্যতা সজাগ না হয় যদি।