কবিতাঃ- বিসর্জিত হোক কুটিলতা
✍️ মনোজ ভৌমিক
জটিল কুটিল মানুষগুলো
বড়ই চতুর হয়,
ওদের সাথে বন্ধুত্ব গড়তে
লাগে যে ভীষণ ভয়!
অনেক রকম ফন্দী ফিকির
মনের মাঝেই ভাঁজে,
ফুলঝুরি ফোটে কথার মধ্যে
সকাল বিকেল সাঁঝে!
স্বার্থসিদ্ধির নিমিত্তে ওরা
নীচেও নামতে জানে,
গুড় দেখলেই মাছি যেমন
ভনভন করে গানে।
এমন মনের মানুষেরা আজ
সমাজে অধিক ভরা,
তাই তো এখনে হিংসা দ্বেষ
যুদ্ধ নিয়ে বাস করা।
বুদ্ধি সবার থাকাই ভালো
কুটিল কেন তা হবে?
ভাবনা যদি হয় সর্বহিতে
এ বিশ্ব শুধরে যাবে।
বিসর্জিত হোক কুটিলতা
হোক না শান্তিকামী,
সমাজ হোক শান্তি সুখের
স্বর্গ সুখ নয় দামী।