কবিতাঃ- বিশ্বকে করেছ জয়
✍️ মনোজ ভৌমিক

রীতি মেনে গান গায়
সময়ের কবিতা,
দিন বড়! বড়দিন!!
বলে গেল সবিতা।

তোমার আমার মাঝে
উল্লাস ঘনঘোর!
ছোটো বড় কেক কেটে
স্যাম্পেনে রাত বিভোর!!

ভাবনা কতটা খাঁটি!
কেবা করি পরিমাপ!!
এনজয়! এনজয়!!
জীবনে অনেক চাপ!

সবশেষ এইখানে!
কিছু নেই তারপর!!
তবুও হিংসা দ্বেষ!
সময়েতে তৎপর!!

তোমার দেখানো পথে
কেইবা চলেছে কবে!
সেদিন ও আজকের
বিশ্লেষণ কবে হবে!!

লক্ষ্য আর উপলক্ষ্যে
থাক যত সংশয়,
ক্ষমা সুন্দর হে প্রভু
বিশ্বকে করেছ জয়।