কবিতাঃ- বিস্ময় কিসের জন্য
✍️ মনোজ ভৌমিক

সময় বড় চতুর আজ
খেলছে দারুণ খেলা,
কখন কার ভাগ্য ফেরায়
যায় না কিছুই বলা।

আজকে যে রাজা উজির
ফকির হয় সে কাল,
আজ ভিখারী কাল সে দেখি
হয়ে যায় মালামাল!

অহঙ্কার আর অবহেলা
দুটোই কঠিন শব্দ,
একটা শব্দ প্রাধান্য পেলে
অন্যটাতে হয় জব্দ।

ধনৈশ্বর্য সদাই চঞ্চল
সয়না কখনো দর্প,
অতি দর্পীকে ছোবল মারে
যেন বিষধর সর্প।

তাই তো বলি বাঁচতে হলে
খুলে দাও দুই বাহু,
প্রেম প্রীতি ভালোবাসা মন্ত্রে
লাগেনা কখনো রাহু।

রাজা উজির কিংবা ফকির
শেষ পরিণতি শূন্য,
ভিখারী হঠাৎ রাজা হলে
বিস্ময় কিসের জন্য?