কবিতাঃ- বিশ্বকাপ ফুটবল
✍️ মনোজ ভৌমিক
দেখলো সবাই সেরা খেলা,
নাম যার ফুটবল,
দু'পক্ষই চির প্রতিদ্বন্দ্বী
বিশ্ব সেরা দুই দল।
মেসি নামের যাদু তো ছিল
সারা ময়দানে ওরে,
এমবাপ্পার দুইখানি গোল
খেলায় দাঁড়ালো ঘুরে।
এক্সট্রা টাইম,টাইম ছিল
দবদবা ঐ ফ্রান্সের,
মেসির গোল বুঝিয়ে দিলো
সেরা আজো ও বিশ্বের।
ম্যাচ রেফারির সতর্কতাও
বড়ই প্রশংসনীয়,
হার জিতের এই খেলাতে
ওনাকেও স্থান দিও।
গোলরক্ষক মার্তিনেজও
বুঝিয়ে দিলেন সেরা,
চরম মুহুর্তে বিজয় এলো
দুর্ভেদ্য তার বেড়া।
মেসি স্বপ্ন পূরণ হলো
ছত্রিশ বছরে এসে,
ফুটবল প্রেম জীবিত থাক
বাপ্পাকেও ভালোবেসে।