কবিতাঃ- বিনতি
✍️ মনোজ ভৌমিক
ইচ্ছে করে তোর সামনেই
বসে থাকি নিশ্চুপ,
নীরব নয়নে দেখি তোর
নয়নাভিরাম রূপ।
অপরূপ তোর শ্রীমুখ মাগো
বোঝাই বলনা কারে!
ভুবনমোহিনী মা যে তুই
কেউ নেই তোর 'পরে।
মন্ত্র তন্ত্র কিছু জানিনে মা
ক্যেমনে তোরে ডাকি!
তাইবুঝি তুই নিত্যদিন
দিয়ে যাস মোরে ফাঁকি!!
তবুও আমি তোরেই স্মরি
বিজন ঘরের কোণে,
দুঃখ কষ্ট যাকিছু আছে
লুকিয়ে সঙ্গোপনে।
হিংসা যারা করে আমায়
তাদের ভালো রাখিস,
ভালোবাসছে আমায় যারা
ওদেরও তুই দেখিস।
মঙ্গলময়ী যদি তুই মা
এ বিশ্ব ভুবন মাঝে,
অবোধ এই সন্তানটিরে
দেখিস সকল সাঁঝে।