কবিতাঃ- বিজ্ঞান আধার শিব
✍️ মনোজ ভৌমিক
বিজ্ঞান সৃষ্টি রহস্যে যিনি মহারাজ,
ব্রহ্মাণ্ড ঈশ্বর তিনি পর্বতে বিরাজ।
নিরাসক্ত ভগবান মধুর স্বভাব,
অগাধ পাণ্ডিত্যে নেই জ্ঞানের অভাব।
জীবের কল্যাণ কর্মে সদাই মহান,
বিশ্বের প্রতি কণায় উনি বিদ্যমান।
সুন্দর শ্রীমুখ যার বিশাল আকার,
মহাযোগে মগ্ন সদা সৃষ্টি রূপকার।
প্রলয়ের কালে তিনি নৃত্যে নটরাজ,
নব সৃষ্টি মহা যজ্ঞে অপরূপ সাজ!
জাগতিক রহস্যের উন্মোচনে উনি,
সভ্যতার সমাপন ওনা হতে জানি।
'নাসা'র বিজ্ঞানীগণ স্বীকারে এখন,
বিজ্ঞান আধার শিব,শোনো সর্বজন।