কবিতাঃ-বিদ্রোহী বীর জাগো
✍️ মনোজ ভৌমিক

ভেঙেছো লৌহ কপাট,শিকল কাটেনি!
তাইবুঝি অধীনতা আজও মেটেনি!!
উন্মাদ জনতা দেখি উন্মত্ত অধীর!
মিথ্যে ওই কাঁটাতার ধর্মান্ধ প্রাচীর!!

পায়রার ঠোঁট ছুঁয়ে সভ্য বিবর্তন,
মানুষ মানুষে নেই আগের মতন!
হিংসা বিদ্বেষ লোভ আর রাহাজানি,
শাসক শোষনে মগ্ন,করে মনমানী।

সাম্যের ভাবনা আজ বড়ই করুণ,
আখের গোছানো স্বার্থ চালায় নরুন!
চারিদিকে হাহাকার শুধু দলাদলি,
মিথ্যাচার করে খেলা গায়ে নামাবলী।

বিবর্তন আসলেও পরিবর্তন শূন্য,
হে বিদ্রোহী ভীগু জাগো,আঁকো পদচিহ্ন!!
শোষিত বঞ্চিত লোক বেঁচে মরে আজো,
ওঠো, জাগো,অগ্নিবীণা,নব সুরে বাজো।

জৈষ্ঠের এ দাবদাহ,বৈশাখের সাথী,
কাঁটাতার বাংলার নয় সমব্যথী।
বিলম্বিত লয় হোক, দ্বিধাগ্রস্ত দিন,
বিদ্রোহীর জন্মদিন হোক না রঙিন।