কবিতাঃ- বিদ্রোহ হোক
✍️ মনোজ ভৌমিক
অনেক গল্প,অনেক গান
কবিতা লিখলে শত,
দেখলে কি তুমি ওদের বুকে
জমে আছে কত ক্ষত?
রাজপথ জুড়ে উপবাস
উপচে পড়া মিছিল,
সময় শুধু দেখেই গেল
উড়লো আকাশে চিল!
যুগ যুগ ধরে অবহেলা
বঞ্চনা যাদের প্রাপ্য,
তাদের নিয়েই রাজনীতি
সময়ে করুণ গল্প।
স্বাধীনতার সাতাত্তরেও
শুনি হৃদয়ের কান্না,
ওদের নিয়ে চলছে খেলা
অনশন আর ধর্না।
সোনা ফলিয়ে বন্ধ্যা মাটিতে
শুঁকে ওরা শুধু গন্ধ,
ঋণের বোঝা পিঠের 'পরে
নোনা জলে চোখ অন্ধ!
ক্ষরা, বন্যা ও ঝঞ্ঝা, তুফানে
ভেঙে যায় মেরুদণ্ড,
অনুদান আসে যৎসামান্য
বাকী খায় নেতা-ভণ্ড।
দু'টাকা কিলো চালের গন্ধ
শুঁকছে দেখি সবাই,
আদি হতে এ সভ্য সমাজে
ওরাই হচ্ছে জবাই।
সরকারে থাকে দরকারে
প্রগতির এই রথে,
ওদের কথা লেখা থাকে
গ্রাম বাংলার পথে।
নগণ্য হয়ে বেঁচে থাকে ওরা
আজো সমাজের বুকে,
রোদে জলে পুড়ে ফসল ফলিয়ে
আছে বলো কোন সুখে?
সতেজ সফল ফলিয়েও কেন
উচ্ছিষ্টই জোটে ভাগ্যে!
লাঙল,কোদাল,কাস্তে চালিয়ে
তবুও ব্রতী কর্মযজ্ঞে।
দেশের মেরুদণ্ড কৃষক
তবু কেন বঞ্চিত ওরা?
ওদের নিয়ে মিথ্যে দরদে
কেন শুধু গান করা??
কৃষক তুমি হিসেব কষো
জীবনের প্রতি পদে,
শূন্য তোমার ওই হিসেব
আজ সময়ের ফাঁদে।
বদলেছে সময় অনেকখানি
বদল হয়নি তোমার,
ইতিহাসে থাকো বোবা কান্নায়
চোখ পড়েনা সবার।
বিদ্রোহ হোক মাটির সঙ্গে
কিংবা বলদ লাঙলে,
অভুক্ত হলে বুঝবে ওরাও
আত্মহত্যা কাকে বলে?