কবিতাঃ- বিচ্ছেদ
✍️ মনোজ ভৌমিক
কথার মাঝে কথাই ছিল বেশি!
কিছু কথাতে ভাবনা ছিল উদাসী।
জল কল্ কল্ উঠোন ভাঙার ছল!
ঐ আকাশ মেঘে বৃষ্টি ছিল দূর্বল!!
ছল চাতুরী বর্ণমালার চোখে,
রংধনুর সাত রঙ ছিল শোক!
তবুও ছিল ও মিথ্যে সহবাস,
কথার মাঝে দ্বন্দ্বে অভিলাষ!
বেহাগ সুরে বাজলো মনের বীণা,
সেদিন থেকেই প্রহর হলো গোনা!
হারালো ধীরে স্বপ্ন সুখের ঘর,
বৃষ্টি এলেও হলাম দু'জন পর!