কবিতাঃ- বিচার আসুক শীঘ্রতায়
✍️ মনোজ ভৌমিক

বিচার চাওয়া বর্ষা এখন শীতের দিকে বড্ড ধায়!
তোমার আমার সব প্রশ্নেই দাগ যেন রয়েই যায়!!
হেমন্ত দিনে সবাই বোঝে এ জীবনের অতি সার,
শীত এলেই বুঝিয়ে দেয় সবকিছুইতেই বড় আকার!

হিসেবী খাতায় দিনগুলি একাই যায় বুক চাপড়ে,
মিটিং মিছিল সবই দেখি রয়েছে কেমন মুখ থুবড়ে!
শেয়াল ডাকা শেয়ালদহে, "কেয়া হুয়া" শব্দ শুনি!
ব্যঙ্গ করছে থ্রেড কালচার এও আজ সবে জানি!!

তারিখের পর তারিখ ছুঁয়ে সেঞ্চুরিও পার হ'লো!
ভাবনা দেখি সবার মনে,পণ্ডশ্রমই ওসব ছিল!!
রন্ধ্রে রন্ধ্রে থ্রেড কালচার দেখছি তো আজ সবাই!
আস্তাকুঁড়েই আস্থা জমা, ভাবনার হচ্ছে জবাই!!

তোমার আমার মুখ বন্ধ নিত্য নতুন অনুদানে,
তবুও মুখে কুলুপ এঁটেই যাচ্ছ শুধু প্রহর গুনে!
মন্ত্রে ভাঁজা তন্ত্রে প্রেসার সিস্টেমেতে দেখি আজ!
তুমিও বাঁচি আমিও বাঁচি, সময়ের এ বড় সাজ!!

বিচার আসনে আছেন যারা রক্ত মাংস আছে দেহে,
ওরাও বোঝেন সিস্টেমটা ওদের দিকে আছে চেয়ে।
টানলে বেশী ইলাস্টিকও ছিঁড়বে জানি সবাই ওরে!
প্রক্রিয়াতে একটুখানি সময় নাকি নিতেই পারে!!

এসব ক্ষেত্রে আমরা সবাই গণতন্ত্র বড়ই মানি!
ধৈর্য্য ধরো,ওই অভয়ার বিচারের বাণী নেব শুনি।
একশো পেরিয়ে হাজারে গেলে কারইবাকি হয় ক্ষতি!
রাত দখল,দিন ঘেরাও আর ক্যান্ডেলমার্চ থাক স্মৃতি!!

আমজনতা তাকিয়ে আছে ন্যায় বিচারের ভরসায়,
প্রত্যাশা থাক বুকের ভিতর বিচার আসুক শীঘ্রতায়।