কবিতাঃ- বিব্রত শরৎ
✍️ মনোজ ভৌমিক
আকাশকে এখন অন্ধ চোখেতে দেখি!
নিজের মনকে কেন নিজে দেয় ফাঁকি!!
বলছে শরৎ,আমি যাই বলো কোথা?
সাদা নীল নেই,শুধু কালো মেঘ হেথা!
কাশের হাসি বড় ম্লান দেখি আজ!
দোপাটির দেহে নেই কেন সেই সাজ!!
ঐ সন্ধ্যামণির চোখে অপরূপ হাসি,
শিউলিরে ডাকে,আয় না আমার সাথী।
অপরাজিতার চোখ করে ছলছল,
করবী বলছে,সময়ের বড় ছল!
খসে খসে পড়ে আমলকী রূপকথা!
ঘাসের আগায় শিশির জাগায় ব্যথা।
মহুয়ার বনে বড় বেশি জ্বালাতন,
ওখানে কাঁদছে কার পিয়াসী মন!
চম্পা ও চামেলি আজ খোঁজে বলো কাকে?
অশোক পলাশ ফাগুন দেশেতে থাকে।
টগরের মন থাকবে কেন গো উদাসী!
হতাশায় কেন থাকবে জুঁইয়ের হাসি!!
ঐ পুব আকাশে জাগবেই নবারুণ!
খুশির দোলায় আগমনী গুনগুন।