কবিতাঃ- বিবর্তন
✍️মনোজ ভৌমিক

মনের মাঝে কতনা স্মৃতি
দিয়ে যায় শুধু উঁকি,
হারায়ে খুঁজি ছেলেবেলাটা
ভোলা যায় তারে নাকি!

ছেলেবেলা হারিয়ে যায়
বড় হওয়ার ফাঁকে,
আজও কি বিকেল হলে
"খেলবি" বলে ডাকে?

সময় যেন বদলে গেছে
দিন বদলের খেলায়,
হন্নে হয়ে খুঁজছি সবাই
সময় হারা বেলায়।

সেই বেলাটা হারিয়ে গেছে
সময়ের চাহিদাতে,
কেউ ডাকে না কাউকে আজ
টাচস্ক্রিন থাকে হাতে।

অনলাইন,অফলাইন
ওটাই সময় সাথী,
বইয়ের বোঝায় মুক্তি নিয়ে
ওতেই সবাই মাতি।

চু, কিত্কিত্ আর কানামাছি,
লাফদড়ি,গুলি ডাণ্ডা,
ওসব খেলা খেলতে ডাকার
নেই আজ কোনো পাণ্ডা।