কবিতাঃ- ভূত চতুর্দশী
✍️ মনোজ ভৌমিক
সাঁঝের বেলা বাঁশের বনে
শুনছি বড্ড হৈ চৈ!
ডুমুর তলায় পেত্নীর মা
ভাজছে নাকি খৈ!!
শ্যাওড়া ডালে ঠ্যাং দুলিয়ে
দুলছে মামদো ছানা,
ঐ ডোবার পাড়ে শাঁকচুন্নী
নেকো সুরে গায় গানা।
রাত্রি হতেই ওসব জাগায়
আসর জমজমাট!
চারিদিকের ভূত পেত্নীর
বসলো মিলন হাট!!
কেউবা বলে, খাবো খাবো,
কেউ বলে ঘাড় মুড়ি,
বিটকেল ঐ মানুষগুলোর
ছিড়বো পেটের নাড়ি।
শয়তানেরা রাখেনি আর
একটুও সেফ্ জাগা,
এত্ত বড় মহামারীটাও
দেয়নি দিলেতে দাগা!
আয় না আজ সবাই মিলে
বাজাই ঢোল ও কাঁসি,
বোঝাই ওদের এক নাগাড়ে
দিনটা মোদের দাসী।