-------- বন্ধু মানে --------
✍️ মনোজ ভৌমিক
বন্ধু আসে, বন্ধু যায়,
সময়ের হাত ধরে,
কেউ আসে স্বার্থ নিয়ে
কেউ ছলনার ঘরে।
বন্ধু মানে সেই-ই হয়
যে তোমায় থাকে ঘিরে,
ঝড়-বাদলে, দুঃখ-কষ্টে
হাত দুটি থাকে ধরে।
@#@ বন্ধু দিবসের আন্তরিক শুভকামনা @#@