কবিতাঃ- ভেবো একটুখানি
✍️ মনোজ ভৌমিক
আজ পৃষ্ঠাগুলিকে উল্টে পাল্টে দেখি,
বেশ কিছুতেই আছে অনেক ভুল!
শুধরানো কী যায় আর তাকে নাকি!
গুনতে হচ্ছে কত না ভুলের মাসুল!!
হাজার প্রশ্ন ভিড় করে আজ মনে,
কেন যে ওদিন ভুল হয়েছে এত!
দিন কেটে যায় শুধুই রোমন্থনে,
প্রশ্নবাণে এ হৃদয় জর্জরিত!!
হেমন্ত শেষের ঝাপসা শিশির চোখে,
সবার মন কি ভুলকে এমনি খোঁজে?
ধোঁয়াশামাখা রোদকে দেহে মেখে,
শীত এখন আমায় ভালো বোঝে।
সব ভুলেরই মাশুল গুনতে হয়!
সময়কালে বুঝবে তুমিও জানি।
সকাল দুপুর বিকেল গড়িয়ে গেলে,
সাঁঝের বেলায় ভেবো একটুখানি।