কবিতাঃ- ভাবতে হয়
✍️ মনোজ ভৌমিক

বলতে কথা ভাবতে হয়
আজকাল চেনা লোকে!
সরল কথা জটিল ভেবে
দেবেই তোমায় ঠুকে!!

মানুষ আজ বদলে গেছে
বদলে গেছে বিচার!
কত শত বিশ্লেষণ হয়
আজকে দেখি কথার!!

চেহারা কিন্তু একই আছে
চোখ কান নাক মুখ,
"চাই"এর নেশায় কুটিল মনে
নেই কারো দেখি সুখ!

সিধে মনের মানুষ জন
খোঁজেই না অতশত!
কী পেলো আর কি হারালো!!
কেইবা দিলেন ক্ষত!

শুধুই ওরা ভাবতে থাকে
চলুক জীবন গতি,
আঙুল ফোলা মানুষগুলো
বিচার করেন অতি!

বলতে কথা ভাবতে হয়
ওসব লোকের সাথে,
সাদা কথায় মাখিয়ে কাদা
প্রশ্ন হাজার তাতে!