কবিতাঃ- ভাবনাটা হোক শিশু
✍️ মনোজ ভৌমিক
ওই শিশু মনে ঝেঁকে দেখো
যীশু আছে ওইখানে,
সকল দ্বন্দ্ব কলহ মাঝে
ক্ষমা ধর্ম ওরা জানে!
নিজেরে বলছো তো মানুষ!
বড়ই উন্নত জীব!!
ধর্ম দ্বন্দ্বে লিপ্ত সারাক্ষণ
যেন সময়ের ক্লীব!!
অহিংসাই পরম ধর্ম
শিখিয়েছেন শ্রীবুদ্ধ,
শতাব্দীগলো পেরিয়ে কেন
ও চিত্ত হয়নি শুদ্ধ?
বিভেদ কেন আজও দেখি
ধর্মের কপট যন্ত্রে!
দীক্ষা নাও ওদের কাছেই
মনুষ হওয়ার মন্ত্রে।
মানুষ যদি হও হে তুমি
ভাবনাটা হোক শিশু,
মানবতার গান গেয়ে হও,
বুদ্ধ -হজরত-যীশু।
দিবসের মূল্যায়ন হোক
নতুন রেওয়াজে,
"সবকা মালিক এক হ্যায়"
বলো এ সময় সাঁঝে।