কবিতাঃ- ভাবনা হোক রঙিন
✍️ মনোজ ভৌমিক
বিষাদের রঙ হয়েছে ফ্যাকাসে
মাটি ভিজে গেছে ঘামে,
খুশির আকাশে উঠলো ও চাঁদ
ঈদ-উল-ফিতর নামে।
রমজান শেষে পবিত্র আবেশে
আসে এ খুশির ঈদ,
মুসলমান ঘরে উঠছে বেজে
মিলনের সঙ্গীত।
গরীব ধনীর থাকেনা বিভেদ
নামাজের ঠিক পরে,
নতুন পোশাকে একে অপরকে
মহা আলিঙ্গনে ভরে।
সময়ের এই আনন্দ ধারা
বহে যাক প্রতিদিন,
ধর্মের রঙে সম্প্রতি রাঙুক
ভাবনা হোক রঙিন।