কবিতাঃ- ভাবনা
✍️ মনোজ ভৌমিক
হৃদয়-নদীতে ভাসে ছোট্টো তরী
যাত্রী শুধুই দুজন,
কল্পিত এই যাত্রায় দেখি আজ
সাথী দু'টি পুরাতন।
ভাবনা ওখানে রঙিন নেশায়
মন দু'টি মধুবন,
কবিতা ও গানে হৃদয় ভরিয়ে
মন প্রাণ উচাটন।
ভাসিয়ে খেয়া ভাবের আকাশে
উদ্বেল দুই হৃদয়,
কল্পলোকেই হারিয়ে যাওয়া
ভালোবাসা প্রাণময়।
উথাল পাতাল ঢেউয়ের নাচনে
দাঁড় পাল হবে হারা,
ধরবে দু’হাত বড়ই সজোরে
হবে না'কো দিশাহারা।
হোক না ছোট্টো ঐ পানসি তরী
হৃদয় নদের জলে,
স্বপ্ন সুখের আবেশে ভাসিয়ে
চলুক না হেলে দুলে।
তুমি আর আমি হই গো যদি
ওই পুরাতন সাথী,
শেষ খেয়াটাও দিয়ে যাব পাড়ি
দাঁড় টেনে হাতাহাতি।