কবিতাঃ- ভাবছো কি হে
✍️ মনোজ ভৌমিক
ভাবছো কি হে, ও দীননাথ?
"বেটি পড়াও,বেটি বাঁচাও??"
ঐ বাক্যটাকে মনের মধ্যে
দুই তিন বার ভীষণ নাচাও।
প্রাইমারীটা পড়াতে পারো,
সেকেন্ডারি তবুও ঠিক।
তার উপরে পড়াতে গেলে
প্রাণবায়ুটা হবেই লিক!
একটু খানি হলেই দেরী
প্রশ্ন তোমার মনে হাজার,
কেন দেরী? কিইবা কারণ??
কোথায় গেল মেয়ে আমার!
ফিরলে বাড়ি,প্রশ্ন শতেক,
চোখের মধ্যে জিজ্ঞাসা মন!
পথে ঘাটে হায়না অনেক,
সামলে ছিলি সারাটাক্ষণ!!
যুগ পেরিয়ে সভ্য হলেও
সভ্য হয়নি বংশগতি,
আদিম হিংস্র পৌরুষত্ব
সব পুরুষে ঘুমায় অতি!
ও মেয়ে,এই সময়টাকে
গভীরভাবে পরখ কর,
অস্ত্র নাইবা থাকলো হাতে,
হাত ও পা'কেই অস্ত্র গড়।