কবিতাঃ- ভাগ
✍️ মনোজ ভৌমিক
বলিনি তোমায় ভালোবাসো
আমায় একটুখানি,
পুরানো সেই ভালোবাসার
ভাগ হয়েছে জানি।
সেদিন যখন পত্নী হলে
আমিই ছিলাম সব,
"মা" হয়ে তুমি বুঝিয়ে দিলে
ভালোবাসার রব।
পরিবর্তন আসবে আরো
ঠাম্মা ও দিদা হলে,
তুমিই বলবে,ভালোবাসা
খোঁজো কোন আক্কেলে?
জানি বন্ধু নারীর জীবন
বড়ই কঠিন হয়,
ভালোবাসা ভাগ করে ওরা
নিঃস্ব হয়েই রয়।
আজকে তুমি শরৎ প্রিয়
ঝলমলে রোদ্দুর,
ভালোবাসা ভাগের খেলায়
বিবিধ রকম সুর।
হেমন্ত দিনে যখন তোমার
ভিজবে চোখের পাতা,
তখন তুমি আসবে ফিরে
খুলবে মনের খাতা।
তাকিয়ে দেখো অপেক্ষাতেই
আদুরে বুড়ো শীত,
আগুন শুধু খেতেই আসে
মিথ্যে জীবন গীত।