কবিতাঃ- বেঁচে থাক পিকনিক
✍️ মনোজ ভৌমিক
বছরের শেষ ভাই সঙ্গে নিয়ে কত সাথী,
হোক না জমিয়ে আজ রসালো চড়ুইভাতি।
সকাল সকাল বাসে চা বিস্কুট নরম কেক,
শুরুতেই বলবে সবে, কী দারুণ দেখরেখ!
বাস থেকে নামলেই দেখো দৃশ্যটা মনোরম,
পাখিদের কলতান, শীতটা যদিও কম।
একটু জিরিয়ে নিলে, তেলেভাজা আর মুড়ি,
না হয় আজ ব্রাত্য থাক ঘুগনি আর কচুরী।
তারপর চু-কিতকিত্ লুডো বা সাপসিড়ি,
কেউবা এ বুড়ো হাড়ে চেষ্টায় লাফদড়ি!
ঐ শৈশবকে যেন আজ সবাই বড় খুঁজি,
সময়ের শেষে এসে ওখানে সততা বুঝি।
বেড়ে ওঠা এ জীবনে বাকিটা সবই ঝুট,
তোয়াক্কা করেনা কিছু,বলে দেয় মাইফুট।
দুপুর গড়ালে দেখি বেড়ে ওঠে বড় খিদে,
সবাই হারিয়ে যায় সময়ের ওই জিদে।
বে-ফিকির খেয়ে নাও,পরে খেয়ো এন্টাসিড,
দেখবে শরীর মন থাকবে দারুণ ফিট।
সাঁঝবেলা নেমে এলে দেখবে ওই সূর্যাস্ত,
জীবন চরিত হবে বড় বেশি আস্তব্যস্ত।
একটু বাগিয়ে নাও হাতের ঐ আইফোন,
সেল্ফিটা না নিলেই কাঁদবে সোস্যাল মন।
বেঁচে থাক এ হৈচৈ ফেসবুক ইনস্টাগ্রামে,
হাসিটা বাঁচিয়ে রেখো বছর শেষের নামে।
বছর শেষ বা শুরু বেঁচে থাক পিকনিক,
বাঁচার প্রত্যাশা ভাই সবার আজ অধিক।