কবিতাঃ- বেঁচে আছো আজো তুমি
✍️ মনোজ ভৌমিক

এখনো শ্রাবণ আসে
বৃষ্টি বেহিসাবী,
ভাবনারা জেগে আছে
নেই সেই কবি!

শব্দেরা করছে খেলা
শত বাহানায়,
সাধ্য কার ছুঁতে পারে
আজি এ বেলায়!

সূর্য আসে আর যায়
দিবস-রজনী,
রবি আসে একবার
দিনক্ষণ গুনি।

শুধুই নশ্বর দেহ
ভেজায় শ্রাবণ!
হৃদয় আঙিনা ভাঙে
বিষাদিত মন।

বেঁচে আছো আজো তুমি
নিজেরে বিলায়ে,
গল্প গান কবিতার
পশরা সাজায়ে।