কবিতাঃ- যদি কোনোদিন
✍️ মনোজ ভৌমিক
যদি কোনোদিন বেলা শেষে প্রেম এসে
খেলে যায় অশান্ত বৈশাখী খেলা!
বুঝে নিও সেইদিন তড়িৎ বিহীন মেঘে
কবিতার শব্দেরা ছিল আলবেলা।
প্রথম প্রেমের মত ছলাকলা থাকে না শত
থাকে শুধু ভালবাসার মুকাভিনয়,
কত না রসের কথা শূন্য দুই মনের ব্যথা
একাকীত্ব ভাবনার বিপর্যয়।
কবিতার দোলাচালে কতনা গল্প বলে
স্মৃতিভাঙা জীবনের শত কথা,
জীবন রঙীন হয়,ভাঙা স্বরে কথা কয়
শুরু হয় গোধূলি সন্ধ্যার উপকথা।
সন্ধ্যা ঘনিয়ে আসে নীড় ভাঙা ঝড় আসে
জেগে ওঠে সময় কালবেলা!
ক্লান্ত পাখিদের মত,লুকিয়ে মনেতে ক্ষত
নিঝুম রাতের বুকে ঢলা!
পৃথিবীর এই প্রেম,যেন নিকষিত হেম,
প্রদীপের শেষ শিখার মতন!
অতৃপ্তি ছুঁয়ে থাকা,বাঁচার প্রত্যয়ে ঝোঁকা
যেন অসময়ে সময় যতন।