কবিতাঃ- বেইমান
✍️ মনোজ ভৌমিক
ঐ শূণ্য পানে তাকিয়ে
করি আজ ফরমান,
তুমি ছাড়া এ দুনিয়ার
সব লোক বেইমান।
গল্প নয় সত্যি কথা
সময় বলছে তাই,
খোলা মনে যদি সবে
কথাটা করো যাচাই।
এ যুগে কে আছে বলো
ধর্মপুত্র যুধিষ্ঠির!
জালিয়াতে পটু সব
রাহাজানিতেও বীর।
সে সময় নেই আর
স্বার্থ বড়ই অস্থির,
সম্পর্কের রন্ধ্রে রন্ধ্রে
বেইমানি তসবীর।
ভিখারীও কোটিপতি
সময়ের দরবারে,
কি আর বলি সত্যি কথা
আজকে নতুন করে!
দিন আনে,দিন খায়,
করে তারা মনমানি,
সফল কর্ম যজ্ঞেও
করে ওরা বেইমানি।
নিম্নবিত্ত মধ্যবিত্ত
আজকাল ভাই ভাই,
বেইমানি সব চোখে
নিয়ত খারাপ তাই।
উচ্চবিত্তে যারা আজ
বেইমানি মনে ভরা,
আইন করে কেনাবেচা
বড়ই মহান ওরা।
নেতা মন্ত্রী তন্ত্র কথা
বলে বলো লাভটা কি,
এ দেশ ওদের কেনা
গোলাম আমরা সবি।
বেইমান সর্বত্রই
বেইমান ঐ আত্মজ,
মিছে কেনো চারিদিকে
বেইমান লোক খোঁজ?