কবিতাঃ- বেহাল ছন্দ
✍️ মনোজ ভৌমিক
ওই ছন্দ এখন কান্না করছে রোজ!
কেউ কি করে আজকাল ওর খোঁজ?
যে যার মতন হাঁটছে এখন পথ!
সময়ে ভাঙছে ছন্দের গতিপথ!!
দিনরাত আজ কলহ নিয়েই বাঁচি,
স্ট্রেস,স্ট্রেন আর রোগ শোক গুলো যাচি।
আকাঙ্ক্ষাগুলো ওই আকাশ ছুঁতে চায়!
দু'চোখের পাতা শিশির ভিজিয়ে যায়!!
থার্মোমিটারে পারদের ওঠানামা!
তেজস্ক্রিয়তায় আলফা বিটা গামা!!
ইলেকট্রনেই নিয়ন বাতির খেলা,
হাইড্রো-হিলিয়ামে ছন্দ খুঁজি দু'বেলা।
হারিয়ে ফেলেছি কেরোসিনে জ্বলা বাতি,
সময়ের সাথে ওটা আজ বড় দেহাতী।
তবুও ছন্দ মজবুত ছিল ওইখানে,
ভালোবাসা ছিল প্রতি লহমার গানে।
দ্বেষ দ্বন্দ্বেই বেহাল এ জীবন গতি,
লুপ্ত হয়ে যায় মনের সুস্থ প্রকৃতি।
ঐ দ্বন্দ্ব কথায় ব্যস্ত দেখছি সবাই,
মনুষ্যত্বের প্রতিদিন হয় জবাই।