কবিতাঃ- বাজীগর
✍️ মনোজ ভৌমিক
হেরে যাওয়া মানুষগুলো
জেতার সন্ধান পেয়েই যায়,
ঠকতে ঠকতে সবার কাছে
সঠিকটা ঠিক এসে দাঁড়ায়।
বুঝতে পারে কোথায় ছিল
কতটা ঠিক নিজের ভুল,
জেতার জন্য উঠে দাঁড়ায়
দিতে চায় ভুলের মাসুল।
চিহ্নিত করে ঐ লোকেদের
ঠকিয়েছে যারা দিনরাত,
মুখোশ তাদের খুলে দেয়
দেয়নি যারা সেদিন সাথ।
বিজয় রথে উড়িয়ে ধূলো
বলতে থাকে আমায় দেখো,
হারের মাঝেই জিৎ লুকিয়ে
এ সময়টাকে মনে রেখো।
হারতে হারতে হারে না সে
ভুলেই যায় ভয় ও ডর,
হারা বাজী জিতবে যখন
বলবে সবাই "বাজীগর"