কবিতাঃ- বার্তা আগমনী
✍️ মনোজ ভৌমিক
ভোরের শিউলি হাসছে মাটির বুকে,
মুগ্ধ হাওয়ায় কাশেরা দুলছে সুখে।
হিমঝুরি,বেলি,কাঞ্চন হৃদয় হারা,
ছাতিম,টগরে দেখছে নয়নতারা।
ওই দোলনচাঁপা ফোলায় কেন গাল!
জুঁই চামেলি,জবারও সমান তাল।
দোপাটির দেহে নিত্য নতুন সাজ,
মাধবীলতায় খোঁজ নেওয়া কার কাজ?
পদ্ম-শালুক শাপলা হাসে সরবরে,
ঘাসকে শিশির ভীষণ আঁকড়ে ধরে।
পাহাড় ছুঁয়েছে নবীন প্রভাত ভানু,
শুঁকছে ভ্রমর হাজার ফুলের রেণু।
ওই আকাশ নীলে খেলছে শুভ্র মেঘ,
হিমেল হাওয়ায় মধুর গতিবেগ।
ভোরের পাখিরা উড়ছে আকাশ নীলে,
মধুময় সকাল দেখেনি বিগত কালে।
প্রকৃতির বুকে বড় সাজো সাজো রব,
সময়ের ঘরে জেগে ওঠে উৎসব।
পিতৃপক্ষের যেই শেষ হলো তর্পণ,
ঐ দেবীপক্ষের শুরু হলো আগমন।
বাজলো মাদল,বাজলো শাঁখের ধ্বনী,
আকাশে বাতাসে আজ বার্তা আগমনী।