কবিতাঃ-বার বার আসুক ফিরে
✍️ মনোজ ভৌমিক

সংক্রান্তি ছুঁয়ে ছিল কাল
ছিল গঙ্গায় স্নান,
ভুমিকাহীন সময়ের ঘরে
জন্ম নিল এক প্রাণ!

শঙ্খধ্বনি, উলু ধ্বনির
ছিল না সাবেকী চাল,
শীতকে হারিয়ে বর্ষা ওদিন
ছিল উন্মাদ উত্তাল!

অপরিসীম পবিত্রতায়
পরিশুদ্ধ অঙ্গন,
পুরুষ প্রকৃতি ফিরে পেলো
ছন্দময় জীবন।

ঐ প্রাঙ্গন জুড়ে তাথৈ তাথৈ
তাক্ ধিনা ধিন্ তা!
সময় আজ বুঝিয়ে দিল
সেদিনের তালটা।

মুক্ত হৃদয় ঝর্ণার মত
আজও দেখি উচ্ছল!
সে তো আর কেউ নয় যেনো
আমার মনের বল।

পরমেশ্বরের স্নেহ ধন্যা
নিজেরে রাখিস স্থির,
সময় বিপদ দুপায়ে দলে
কর্মেতে হোস বীর।

এমনিকরে ভুবন মাঝে
বেঁচে থাক প্রতিদিন,
বার বার আসুক ফিরে
তোর শুভ জন্মদিন।