কবিতা:- বাঁচতে চেয়েছিল ও যে!
কবি:- মনোজ ভৌমিক
পাখিটা জন্মেছিল অনেক আগেই,
কিন্তু খোলক ফাটে নি।
তাই ওর জন্মটা কেউ দেখেনি!
জীবনের দুরন্ত উন্মাদনা,
জড় খোলকের মধ্যেই নিশ্চুপ।
অন্ধকারে অমৃতের স্বাদ নিতে নিতে...
প্রহর গুনছিল!
একটা রোমহর্ষক সকালের।
দুরন্ত কল্পনায় আবদ্ধ চোখ দুটি...
স্বপ্নে বিভোর।
খোলক ফেটেছে....
সত্যিকারের জন্ম নিয়েছে ঐ পাখি!
কিন্তু এ কি! কচি কচি পা দুটি মাটিতে রাখতে গিয়ে,
অস্ফুট ডানা দুটি নিয়ে,আছড়ে পড়ল ও যে!
পৃথিবীর হাওয়ায় আজ বারুদের গন্ধ।
খোলক থেকে বেরিয়ে আসা পাখিটির তাই কি শ্বাস রুদ্ধ!
আধ ফোটা চোখ দুটি ক্রমশ নিস্তেজ হয়ে আসছে।
দুপুরের সূর্যটা তুলতুলে শরীরটাকে জ্বালিয়ে দিল যে!
দিগন্তের অন্ধকারে 'সত্যি' জন্ম নেওয়া পাখি---
সুন্দর স্বপ্নদের গলা টিপে ধরে।
অবশেষে,পৃথিবীর খোলকের মধ্যে নিশ্চুপ!
বাঁচতে চেয়েছিল ও যে!