কবিতাঃ- বাঁচার সঠিক পন্থা এটাই
✍️ মনোজ ভৌমিক
ছন্দটা আজ গন্ধ কথায়
দিন দুবেলাই মুখ ঢাকে,
মিথ্যে এখন তাকে নিয়েই
দেখছি ভীষণ জয়ঢাকে!
মিথ্যে ছিল সব যুগেতেই
কে বলো তার খোঁজ রাখে!
ঘোরকলিতে মিথ্যে প্রবল
সবাই তাকেই আজ চাখে!!
যুধিষ্ঠির আর হরিশ্চন্দ্র
সেই সময়ের ব্যতিক্রম,
গান্ধী তোমার ভাবনাগুলো
আজ মনে হয় পণ্ডশ্রম।
কে যে কখন খায় গো চুমু
কার গালেতেই খুব বেশি!
চোখটা খুলেও অন্ধ থেকো
চেপো মুখের ওই হাসি।
শুনবে থেকো বধির হয়ে
বলতে যেওনা কোনো কথাই,
দেখেও কিন্তু দেখোনি কিছুই
বাঁচার সঠিক পন্থা এটাই।