কবিতাঃ- বাঁচার জন্য বাঁচি সবাই
✍️ মনোজ ভৌমিক
তোমার আমার সমস্যাগুলো
বাড়ছে সময় গুনে,
বলবে বলো কেইবা কাকে
আজকের এই দিনে!
সমস্যা দেখে কেউবা হাসে
কেউবা বাজায় তালি,
কেউবা দেখে এড়িয়ে চলে
মনে মনে দেন গালি!
সমস্যাগুলো লুকিয়ে রাখি
বলতে গেলেই খেলা,
সময় আজ বড্ড কঠিন
ভাবনায় অবহেলা।
আন্তরিক সেই সম্পর্কগুলি
আজকে বড়ই বাসি,
বেকুব ভাবে সময় সমাজ
হয়না কেউ উদাসী।
চৈত্র দিনে শুকনো পাতার
যন্ত্রণা কেউ কি বোঝে!
সজীব পাতা শাখায় দুলে
অজুহাত শুধু খোঁজে।
সময় এলেই বোঝে সবাই
কাহিনী গোবর ঘুঁটে,
যতই লুকোই নিজকে নিজ
সমস্যা উঠবে ফুটে।
সমস্যার সাথে লড়তে হবে
খুঁজতে হবে বিধান,
সুহৃদ সে জন যে জন এসে
করে তার সমাধানে।
সময় আজ বজ্র কঠিন
সমস্যা চারিদিকে,
বাঁচার জন্য বাঁচি সবাই
সমস্যা নিয়েই বুকে।