কবিতাঃ- ব্যালকনিটা অমনিই থাকে
✍️ মনোজ ভৌমিক

তোমার ঘরের ব্যালকনিতে
উপচে পড়ছে রোদ!
আমার ঘরে কনকনে শীত
সময়ের প্রতিশোধ!!

তোমার ওই শরীর জুড়ে
রোদের পিয়াস বড়!
আমার শরীর রোদ খুঁজতে
খড়কুঁটো করে জড়ো!!

শীত কাতুরে শরীরটাকে
ঢাকছো পশম উলে,
আমার শরীর শীত প্রকোপে
আমারেই গেছে ভুলে!

তোমার ঘরে আসছে ফাগুন
কয়েকটা দিন পরে,
চৈত্র আমায় হাতছানি দেয়
আবার নতুন করে!

ব্যালকনিটা অমনিই থাকে
রোদ করে যাওয়া আসা,
তোমার আমার শরীর শুধু
ক্ষণিকের ভালোবাসা!