কবিতাঃ- ব্যবসায়ী রাজনীতি
✍️ মনোজ ভৌমিক
খেলা এখন দারুণ রণে
ভাঙছে পাহাড় নদী,
তুমিও ভালো খেলতে পারো
পেলেই নরম গদি।
এই দেশেতে খেলতে হলে
ভাঁজতে হবে কৌশল,
বেকুব এই লোকগুলোকে
তৈরি কোরো নির্বল।
ছুটবে ওরা তোমার পিছু
হলেই নেতা-মন্ত্রী,
দেশ লুটের ব্যবসাটায়
তুমি হয়ো ষড়যন্ত্রী।
যেমন খুশি তেমন লুটো
খুলবে না মুখ কেউ,
পিছন থেকে বিরোধী পক্ষ
করবে ভেউ ভেউ।
পড়লে ধরা,একটুখানি
উঠবে না হয় সাপোর্ট,
দেখো তুমি দু'দিন পরেই
বেরোবে নিল রিপোর্ট।
চোরে চোরে মাসতুতো ভাই
আজব গজব খেলা,
ব্যবসায়ী এই রাজনীতিতে
তুমি আমি খাই কলা।