কবিতাঃ- বাবা মানে
✍️ মনোজ ভৌমিক
বাবা মানে মাথার উপর
বিরাট একটা ছাদ,
বাবা মানে ঝড় বাদলেও
থাকবে না সংঘাত।
বাবা মানে স্নেহের পরশ
আদর সোহাগ মাখা,
বাবা মানে প্রতিদিনের
ভগবানকেই দেখা।
বাবা মানে একটা আকাশ
সব ঋতুরই সুখ,
বাবা মানে শত কষ্টেও
বোঝায় না কোনো দুখ।
বাবা মানে ভালোবাসার
সমুদ্র ঢেউ উচ্ছাস,
বাবা মানে বটের ছায়া
বড় শান্তির আশ্বাস।
বাবা মানে অনেক কিছুই
মসৃণ এক পথ,
বাবা মানে নিজেকে তৈরির
একান্ত এক শপথ।