কবিতাঃ- আয়নার গণ্ডী
✍️ মনোজ ভৌমিক
সবাই বলে আয়না নাকি
সঠিক বিচার শেখায়,
গুণটাকে কেন ঊহ্য রেখে
রূপকেই শুধু দেখায়!!
আয়না তোমার প্রতিচ্ছবি
যেমন শরীর রূপ,
গুণ বিচারেই থাকে যে ও
ভীষণ রকম চুপ।
নির্জীব ও বুঝবে কি করে
চরিত্রের হাবভাব!
সময় কালে বদলে যায়
মানুষেরই স্বভাব।
সমাজ করে গুণের বিচার
কর্ম গুণেই ফল,
দর্শন হলো সময় গুণ
আয়নাতে পায় বল।
বোবা আয়নায় নিজেকে দেখো
সময়ের অন্তরালে,
গুণ তোমার মহান সত্ত্বা
মুছবেনা কোনো কালে।
অন্তরকে দেখাতে পারলে
আয়না হতো মহান,
বুঝিয়ে দিত এক লহমায়
আছে ওর কত জ্ঞান।