কবিতাঃ- আয় রে ছুটে
✍️ মনোজ ভৌমিক
চড়ছে পারদ চড়চড়িয়ে
এ গ্রীষ্মও গেছে খেপে,
বৈশাখী ঝড় আয় রে ছুটে
আয়,আয় বৃষ্টি ঝেঁপে।
কেমন করে বোঝাই তোরে
এ যন্ত্রণা দুর্বিষহ,
তীব্র দহন শরীর মনে
জ্বলে পুড়ে যায় দেহ।
বিহঙ্গ মন বড় অস্থির
আই ঠাই করে প্রাণ,
কেমন করে গাইব সখী
রবি ঠাকুরের গান!
বদলে গেছে সময় জানি
বদলে গেছিস তুই,
কেমন করে বোঝাই তোরে
কত ব্যথা বুকে সই!
হারিয়ে গেছে সে সব দিন
হারিয়ে গেছে শৈশব,
সময় মিছেই আঙুল তোলে
কোথায় সেই বৈভব!
আয় রে ছুটে বৈশাখী মেঘ
ঝড়,ঝঞ্ঝা ও বৃষ্টি,
তোর ছোঁয়াতে সজীব হোক
ধরায় নতুন সৃষ্টি।