কবিতাঃ- আসুক শ্রাবণ
✍️ মনোজ ভৌমিক
রবিঠাকুর, রবিঠাকুর,
তোমার শ্রাবণ শ্রাবণ ছিল,
অঝোর ধারায় বৃষ্টি এসে
ভরতো নদী-নালা গুলো।
নদীর বুকে উঠতো ঢেউ
মাতাল হ'তো নৌয়ের সারি,
জল থইথই কূল ছাপিয়ে,
আসতো ভেসে "সোনর তরী।"
শ্রাবণ সন্ধ্যা আসতো নেমে
উদসী বধু থাকতো চেয়ে,
আসবে ফিরে প্রিয় মানুষ
ভেজা বর্ষায় ডাকবে 'প্রিয়ে।'
রিনিঝিনি বাজতো নূপুর
সঘণ আঁধার ঘন বরষা,
চাতকী চোখ থাকতো চেয়ে
সজল নয়ন প্রেম পিয়াসা!
বৃষ্টি বিহীন মেঘের ছায়ায়
আমার শ্রাবণ শ্রবণই আছে,
মধুর প্রেমের গল্প গুলো
কোথায় যেন হারিয়ে গেছে!
মেঘ তো ওঠে আগের মত
ঢাকা পড়ে বারোমাসি রোদ,
বাঁধন ছেঁড়া প্রেমের মত
শরীর মনে বাড়ায় গুমোট!
শ্রবণ দিনের সে গান গুলো
গাইতে আজ চায়না কেউ!
বর্ষা মঙ্গল গাইতে গেলে
মল্লার রাগে ওঠে না ঢেউ!
বৈজুবাওরা,তানসেনেরে
দরকার আজ বড্ড বেশী,
কঠিন রাগে জাগবে মেঘ
ঢাকা পড়বে আকাশ শশী।
আসুক শ্রাবণ প্রাণের টানে
তোমার আমার কবিতা গানে।