কবিতাঃ- আসুক নতুন ভোর
✍️ মনোজ ভৌমিক
কৃষ্টির এ উন্মাদনা বেঁচে থাক চিরদিন,
'সৃষ্টি সুখের উল্লাসে' এইভাবে থাক লীন।
শৈত্য প্রবাহ আসুক কাঁপুক না দেহমন,
সময়ের রোদটাকে খুঁজে নিস আজীবন।
রোদ বিনা জীবনকে আঁকড়ে ধরবে শীত,
এক বুক আশা নিয়ে শোনাবে অলস গীত!
ওখানে হারালে মন,হারাবে সকল মিত,
ও গান তো গান নয়,বিষাদময় সঙ্গীত।
ভীষণ গ্রীষ্মে যখন জ্বলে উঠে দাবদাহ,
ধূর্জটি থাকবে সাথে,থাকবে না আর কেহ।
অঝোর শ্রাবণ এলে ভাঙে যদি হৃদ কূল,
বুঝে নিস ওটা ছিল সময়ের কোনো ভুল।
ঘন্টা, মিনিট, সেকেন্ড, সবার জীবনে থাকে,
বছর সংখ্যা মাত্র বয়সকে গুনে রাখে।
শরতের আলোটাকে মেখে নিয়ে দুই চোখে,
পেখম ছড়িয়ে নাচ,ময়ূরের কেকা ডাকে।
ঐ বসন্ত আসবেই,হাতে নিয়ে ফুলডোর,
যাচাই করিস তারে,শুধুই কি মন চোর?
ভুল পথ, ঠিক পথ,বিচারটা হোক তোর,
কুয়াশা ধোঁয়াশা কেটে আসুক নতুন ভোর।
প্রত্যাশা,উচ্চাশা জানি হারাবে না কোনোদিন,
এইভাবে এগিয়ে যাক তোর শুভ জন্মদিন।