কবিতাঃ- আসুক এ শুভদিন
✍️ মনোজ ভৌমিক

সুস্বাদু ঐ ফলগুলি সব
এই জৈষ্ঠ মাসেই আসে,
আম,জাম ও কাঁঠাল,লিচু,
তোমার মতই হাসে।

ছড়িয়ে দেয় এই ভুবনে
অমৃত সমান স্বাদ,
যেমন ওই শান্ত শ্রীমুখ
ঘুচিয়ে দেয় বিষাদ।

বৈশাখী ঝড়,নেই আকাশে,
গুমট গরম বেলা,
তবুও তুমি চির সবুজ
গোধূলি করছে খেলা!

কত শত ঝড় কেটে গেছে
জীবনের গতি পথে,
আজও তুমি এগিয়ে চলেছো
পায়ে পায়ে একসাথে।

ইংরেজিতে জন্ম তারিখ
হোক না সংখ্যা তেরো,
বুঝিয়ে দিলে,সংখ্যা গুণে
কর্মটাই আজ বড়।

প্রতি বছর এমনি ভাবে
আসুক এ শুভদিন,
ফলের মত গন্ধ ছড়িয়ে
আগামী হোক রঙিন।


বিঃদ্রঃ- শুভ জন্মদিন প্রিয়