কবিতাঃ- আসল কথা
✍️ মনোজ ভৌমিক
তারিখঃ- ১৪-০৮-২০২৪

খুঁড়লে কেঁচো বেরোবেই ভাই কেউটে,
সব মহাশয় এটাই জানেন ভালো।
তবুও কেঁচো খুঁড়ছে দেখি লোক!
মেটাতে গিয়ে মনের যত কালো!!

কেউটে নাকি বিষাক্ত বড্ড বেশি!
এই কথাটি জানেন মহান ওঝা!!
এদিক থেকে ওদিকে পাঠাও যদি
কমবে না হয় একটু মনের বোঝা।

কেউটে অনেক এই বিলেতেই থাকে,
থাকতে পারে কি নিরীহ কোনো ব্যাঙ!
থাকলে পরে খুবলে খাবেই দু'চোখ
কেউবা খাবে নরম যোনি ও ঠ্যাং!!

"ভ্যানিস"নোটিশ টাঙিয়ে দেবে কেউ!
ফলাও করে লিখবে সুইসাইড!!
ব্যাঙ ব্যাটাদের কতনা ঘ্যাঙর ঘ্যাঙে
জঙ্গলে এলো অযাচিত এক টাইড!

শেয়ালগুলি পরখ করলো ছোবল,
ভাবলো বসে, এ দৃশ্য তো নিত্য!
বাঘ সিংহের দাপট ভীষণ জোর
আমরা সবাই এই সময়ের ভৃত্য।

মরলে ব্যাঙ কারই বা কি যায় আসে!
জলাশয় আজও ব্যাঙেই পরিপূর্ণ!
কেউটেরা তো আহার পাবেই সদা
প্রমাণের ঘরে থাকবে শুধুই শূণ্য!!

স্বাধীনতার শত বর্ষ কেটে গেলেও
মেটাতে পারবো কি এমন করুণ দৃশ্য?
আসল কথা আমরা সবাই আদিম,
ঘন জঙ্গলের আজো রয়েছি পোষ্য!