কবিতাঃ- আশঙ্কা মনে বাঁধছে দানা
✍️ মনোজ ভৌমিক
আজকাল তোর আসাযাওয়া
বড্ড বেশিই খামখেয়ালী,
কখনো আসিস হঠাৎ করে
কখনো জ্বালাস মনের কলি!
কার প্রেমেতে এদিক ওদিক
ঘুরিস রে তুই ও মনচলি?
কোন প্রেমটা আস্ত তাজা
পরখ করতে মন মজালি??
বড়ই মধুর যৌবন তোর
হৃদয় জুড়ে আছিস সবার,
প্রেম রসেতে অবগাহনের
সকল মনে বড় হাহাকার!
সময় প্রেমের মতই কেন
মত্ত রে তুই আজকে এখন?
কারুর হৃদয়ে বিরহ ব্যথা
কাউকে ভেজাস মনের মতন!
এমন বেহায়া হলি কেন তুই!
আচরণে তোর সবার ঘৃণা!!
আগামী দিনে কি হবি বল?
আশঙ্কা মনে বাঁধছে দানা!!