কবিতাঃ- আর কতদিন চুপ রবে
✍️ মনোজ ভৌমিক
ল্যাম্পপোস্টে ঝিমানো সর্বনাম,
বৃষ্টি ছোঁয়া বাক্যে তোমার নাম।
নিয়ন আলোয় বিশেষ্য হয় যখন,
বিশেষণ হয় কেন তোমার মন?
সমাস তোমায় ছমাস পরে ছোঁবে,
বিভক্তি ছুঁলেই বাক্য তখন হবে।
কারক গুলো মিছেই লিঙ্গ খোঁজে!
বাংলার প্রেম ইংরেজি কি বোঝে!!
কেমন করে বোঝাই তোমায় বলো!
বৃষ্টির মতো মিষ্টি ভাষাকে ছলো!!
ব্যাকরণ শুধু অকারণে বসে কাঁদে,
বাংলা ভাষা কেন বলো বিষাদে!
আঙুল তোলা ল্যাম্পপোস্টের আলো,
বিবেকানন্দের ভারত দৃষ্টিই ভালো!
বঙ্কিম,শরৎ,রবীন্দ্র ও নজরুলে,
বাংলাই কিন্তু ফিরিয়েছে মাইকেলে।
প্রফুল্লচন্দ্র,জগদীশের মত বিজ্ঞানী,
বাংলা ভাষায় ছিলেন অগাধ জ্ঞানী।
আষাঢ়ের মেঘে বজ্রঅশি হানো,
এত অপমান বাংলা সইছো কেন?
বাংলা তোমায় আবার জাগতে হবে,
নতি স্বীকারে আর কতদিন চুপ রবে!
বিঃদ্রঃ- কোলকাতায় লরেটোর বাংলা মিডিয়ায় পাশ করা ছাত্রদের প্রতি উন্নাসিকতায় লেখা।