কবিতাঃ- আর ক'টা দিন
✍️ মনোজ ভৌমিক
আর ক'টা দিন অপেক্ষা মা
বসবি নতুন সাজে!
আনন্দ হাট বসবে ওদিন
সকাল থেকে সাঁঝে।
সবার হৃদয়ে শঙ্কা রে মা
আসবি কেমনি করে!
কারুর আছে উদার হাত
কেউ সেবাতে ওরে!!
বিভেদ মনে আগুন জ্বেলে
এসো গো তোমরা সবে,
নতুন দিনে,আনন্দময়ীর
আগমন উৎসবে।
শহর কোণা থমকে যাবে
চারিদিকে হুড়োহুড়ি!
আবাক চোখ দেখবে জানি
"তরসালী কালিবাড়ি!!"