কবিতাঃ- অপূর্ণতা
✍️ মনোজ ভৌমিক
তারিখঃ- ১৩/০২/২০২৩
কিছু শব্দ হৃদয় ছোঁয় অনুক্ষণ
আর কিছুতে তনুমন উচাটন।
না বলা কথারা ভিড় করে এই প্রাণে
দেহাতী শব্দ কবিতার আলিঙ্গনে।
শব্দ গুলো আজও অন্তরে করে খেলা
স্মৃতির পাতায় জেগে ওঠে মধুবেলা।
উদগ্রীব ছিল মায়াময় দুটি আঁখি,
একে অপরকে শুধু ছিল দেখাদেখি।
চপল চাহুনি আঁখিপল্লব জুড়ে,
কিছু কথা ছিল শেষ শ্রাবণের সুরে।
বিদায় বেলায় স্পর্শের শিহরণ
কম্পিত ঠোঁটে বেহিসাবী চুম্বন।
বুকের ভিতর খেলেছিল ফল্গু নদী,
রেখেছিলে শির,ধারা ছিল নিরবধি।
আজি বসন্তে বহিছে দখিনা হাওয়া,
মনের গহীনে তোমার আসা যাওয়া।
ভালোবাসে কেঁদেছিল শুধু দু'টি মন,
চাতকের ন্যায় আজো খোঁজে দু'নয়ন।