কবিতাঃ- অনুপমা
✍️ মনোজ ভৌমিক
এখন তোমার ঠোঁট দুটি আর ঢেকোনা অনুপমা,
বিষাক্ত চুম্বনগুলি এখনো কি রয়েছে ওতে জমা?
বৃষ্টি নামছে দেখো ঐ কদমের দেহ ছুঁয়ে,
তোমার ঠোঁট দুটি আজও কেন শান্ত প্রিয়ে?
তপ্ত কপোল ছোঁয়া চির প্রশান্তির বরিষণ,
অশান্ত হৃদয়খানি ভেজাবে তুমি কখন!
খুলে দাও,খুলে দাও,আজ ওই রিক্ত আবরণ,
চুম্বনে চুম্বনে ভরিয়ে দাও চাতকী তনুমন।
মহেঞ্জদারো লুকিয়ে আছে এ হৃদয় মাঝে,
হরপ্পাও হারিয়ে যাক আজকের এই সাঁঝে।
এই অপরাহ্ন বেলায় একবার ভেজাও অনুপমা,
পারো যদি বিষাক্ত সময়টাকে করে দিও ক্ষমা।