কবিতাঃ- অনুভূতি থাকলেই
✍️ মনোজ ভৌমিক
অনুভূতি মরে গেলে
জীবনেতে হাহাকার!
তখন প্রশ্ন শুধুই
তুমি কার! আমি কার!!
ভালোবাসা বাসা খোঁজে
প্রেম যেন খেলাঘর!
আপন আপন নয়
চোখ বলে ও-ও পর!!
অনুভূতি বাঁচলেই
জীবনটা মধুময়,
শরৎ ও বসন্তের
হয় নাতো অপচয়।
চৈত্রও হারিয়ে যাবে
শুকনো পাতাকে দেখে!
হেমন্ত উঠবে হেসে
পাতাঝরা রিক্ত শাখে!!
অনুভূতি থাকলেই
কবিতা তো আসবেই,
এইভাবে আমরণ
ভালোবাসা বাঁচবেই।