কবিতাঃ- অনুভবে তুমি
✍️ মনোজ ভৌমিক
ব্যালকনি ছুঁয়ে যায় ভেজা রোদ্দুর,
মন ভাঙা মন খোঁজে হারানো সে সুর।
স্মৃতির টুকরো গুলি শুধু জেগে রয়,
গোধূলি ছুঁয়ে শূন্যতা একা কথা কয়।
কার্ণিশে আঁধার নামে শুনি সেই ডাক,
কফির কাপের ধোঁয়া শূন্যে চলে যাক।
ইজিচেয়ার দুলছে মিথ্যে অভিমানে,
তোমার বিরহ গান শুনি একমনে।
হু হু করে কেঁদে ওঠে বাউল বাতাস,
শূণ্য ঘরে খেলা করে শুধু দীর্ঘশ্বাস।
এখন বলে না কেউ বেলা বয়ে যায়,
বেডকভার পড়ে আছে খালি বিছানায়।
ভালোবাসা ছুঁয়ে আছে কোণায় কোণায়,
হারিয়ে হারালে তুমি কেবলি আমায়।
চারিপাশে শব্দ ওঠে, নাই,সে তো নাই,
হৃদয়ের অনুভবে তুমি রয়েছ সদাই।