কবিতাঃ- অন্তঃসার শূন্য রথ
✍️ মনোজ ভৌমিক
অনন্ত জিজ্ঞাসা নিয়ে রথ আসে
দিশাহীন পথ একা নীরবে হাসে!
রথ দেখে চারিদিকে যন্ত্রণা উৎসব,
কলরোল,কোলাহল মিথ্যে যেন সব।
রথ এগোয়... বড় বন্ধুর আজ ঐ পথ,
বুকে ওর গন্তব্যের অদম্য শপথ।
বৃষ্টিহীন আকাশ,সর্বত্র ত্রাহি! ত্রাহি! রব,
ধর্মযুদ্ধ আর আগ্রাসনে আর্ত কলরব।
কিংকর্তব্যবিমূঢ়ের মত রথ দিশেহারা,
সময়ের উল্টোরথে হয় বে-সাহারা।
নির্বাক ঈশ্বর চলে যায় রথ হতে দূরে...
শূন্য রথ ও পথের সংঘর্ষ স্তব্ধ মাটি'পরে।